শিলিগুড়ি,১ মার্চঃ ফের হাতির উপদ্রব শিলিগুড়ি মহকুমার অন্তর্গত নকশালবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, সোমবার ভোররাতে নকশালবাড়ি চা বাগানের গুদাম লাইন এলাকায় একটি দাঁতাল হাতি আক্রমণ চালায়।খাবারের খোঁজে এলাকার ৪টি বাড়িতে হামলা চালায় হাতিটি।এছাড়াও গমের জমিও নষ্ট করে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনকর্মীরা।হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয় বনকর্মীরা।
এলাকাবাসীরা জানান, প্রায়ই এলাকায় হাতি ঢুকে পড়ে এবং জমির ফসলের পাশাপাশি বাড়ি-ঘরও ভেঙে দেয়।যে কারণে ক্ষতির মুখে পড়তে হয় তাদের।স্থানীয়দের দাবি,তাদের আর্থিক সাহায্য করা হোক।