শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ শিলিগুড়ি হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল আজ।
জানা গিয়েছে, বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির পরিচালনায় শিলিগুড়ি হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।রবিবার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২১টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪২ জন প্রার্থী।ভোটারের সংখ্যা রয়েছে প্রায় ১ হাজার ৩৮ জন।সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া।শান্তিপূর্ণভাবে নির্বাচনে সম্পন্ন করতে মার্কেটে মোতায়ন করা হয়েছে পুলিশ।
ভোট গ্রহন শেষে শুরু হবে গননা।২১ জন বিজয়ী প্রার্থীকে নিয়ে ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন হবে।