শিলিগুড়ি,৫ অক্টোবরঃ বড় ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণের দাবিতে শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন অসহায় বাবা।শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের নিউ মিলনপল্লীর বাসিন্দা সহদেব ঘোষ(৭০)।তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।পানের দোকান চালিয়ে তিন ছেলে-মেয়েকে মানুষ করেছেন সহদেব বাবু।গত একবছর আগে মারা গিয়েছেন সহদেব বাবুর স্ত্রী।সেইসময় থেকে ছোট ছেলেই সহদেব বাবুর দেখাশোনা করেন।
সহদেব বাবু জানান, নিউ মিলনপল্লী এলাকায় তার ৪ কাঠা জমি রয়েছে।যার ওপর নজর রয়েছে তার বড় ছেলে জয়দেব ঘোষের।অভিযোগ,সেই জমি নিজের নামে লিখিয়ে দেওয়ার জন্য সহদেব বাবুর ওপর অত্যাচার চালাচ্ছেন জয়দেব ঘোষ ও তার স্ত্রী ঝর্না ঘোষ।বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন সহদেব বাবুর ছোট ছেলে ও তার স্ত্রী।এদিকে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছেন সহদেব বাবু নিজেও।যে কারণে আজ তিনি শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তরের সামনে স্বেচ্ছায় মৃত্যুবরণের দাবিতে ধর্নায় বসেন।এদিকে পুরো ঘটনাটি জানতে পেরে ইতিমধ্যেই অভিযুক্ত ছেলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে।অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।