শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ মাস দেড়েকের শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি শহর লাগোয়া বাড়িভাষা এলাকায়।বাবা-মায়ের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে শিশুর।এমনই অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা।ইতিমধ্যেই শিশুর দেহটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, জন্মের পর থেকেই শারীরিকভাবে দুর্বল ছিল শিশুটি।এর জন্য কিছুদিন হাসপাতালে ভর্তিও ছিল।স্থানীয়দের অভিযোগ, সন্তানের প্রতি যত্নবান ছিলেন না ওই দম্পতি। এই পরিস্থিতিতে সোমবার সকালে আচমকাই মৃত্যু হয় মাস দেড়েকের ওই শিশুর। ঘটনায় ক্ষিপ্ত হন স্থানীয়রা।অভিযোগ,বাবা-মায়ের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে শিশুর।এরপর ঘটনার খবর দেওয়া হয় এনজেপি থানায়।
মৃত শিশুর মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।অন্যদিকে ওই দম্পতির শাস্তির দাবি জানান স্থানীয়রা।