শিলিগুড়ি,১২ মার্চঃ দেশজুড়ে করোনা আতঙ্ক ও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও।যার জেরে সুরক্ষার কারণে অনেকেই মুখে মাস্ক লাগানোর পাশাপাশি হ্যাণ্ড স্যানিটাইজারের ব্যবহারও বাড়িয়ে দিয়েছেন।আর সেকারণেই শিলিগুড়ি থেকেও রীতিমতো উধাও স্যানিটাইজার।শপিং মল থেকে শুরু করে বড় বড় ওষুধের দোকান সর্বত্র একই অবস্থা।কোথাও নেই তা।
বিক্রেতারা জানাচ্ছেন, হঠাৎ করেই সপ্তাহখানেক আগে থেকে শুরু হয় স্যানিটাইজারের চাহিদা।চাহিদা মতো স্টক না আসাতেই এই মুহূর্তে হ্যাণ্ড স্যানিটাইজার কোথাও নেই।প্রতিদিন শহরের প্রায় বেশিরভাগ দোকান থেকেই শতাধিক লোক ফিরে যাচ্ছে স্যানিটাইজার না পেয়ে।
এই বিষয়ে বেঙ্গল কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিজয় গুপ্তা জানান, বিভিন্ন কোম্পানির সাথে তারা যোগাযোগ করছেন যাতে বাজারে শীঘ্রই স্যানিটাইজার আনা যায়।তবে কোম্পানীগুলো শীঘ্রই স্যানিটাইজার সাপ্লাইয়ের আশ্বাস দিলেও কবে নাগাদ বাজারে তা আসবে তা এখনও জানা যায়নি।
Rakhe hori mare ke? Majkhane kichu asadhu businessman prachur paisa kamabe.