শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ স্কুল থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার এক স্কুল ছাত্রী। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি।মঙ্গলবার ভরদুপুরে এনজেপি থানার অন্তর্গত ভালোবাসা মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, সপ্তম শ্রেণীর ওই স্কুলছাত্রী স্কুল থেকে বাড়িতে ফিরছিল। সেই সময় ভালোবাসা মোড় সংলগ্ন এলাকায় মাঝ রাস্তায় এক ব্যক্তি ছাত্রীকে টেনে নিয়ে যায়। এরপর একটি ঝোপঝাড় এলাকায় নিয়ে যায়। সেই সময় স্থানীয় এক যুবক ঘটনাটি দেখে ফেলায় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। মুহূর্তে এলাকাবাসী ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম মহেন্দ্র স্বর্ণকার। বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
