খড়িবাড়ি,২০ মার্চঃ তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে ছাত্র পরিষদে যোগ দিল ৩০ জন। খড়িবাড়ির ব্লক কংগ্রেস কার্যালয়ে বৃহস্পতিবার ছাত্র পরিষদে যোগদান করল ৩০জন। এদিন রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি শিবাঙ্কর সরকারের নেতৃত্বে এই যোগদান পর্ব চলে। উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মহম্মদ আলাউদ্দিন, রাজ্য ছাত্র পরিষদের সম্পাদক শিনচেন চক্রবর্তী, খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদের সভাপতি তন্ময় কুমার সিংহ সহ অন্যান্যরা।
শিবাঙ্কর সরকার জানান, তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে ছাত্র পরিষদে যোগদান করেছে ৩০জন। মোহভঙ্গ হয়ে এরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে শিক্ষার্থীদের প্রগতিতে ছাত্র পরিষদ কাজ করবে।
