খড়িবাড়ি, ১৬ ডিসেম্বরঃ মহিষ পাচারের ছক রুখল পুলিশ। খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তে ১৮টি মহিষ সহ গ্রেফতার ১ জন।
পুলিশ সূত্রে খবর, বাংলা-বিহার সীমান্ত লাগোয়া চক্করমারি এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল খড়িবাড়ি থানার পুলিশ। সেই সময় সন্দেহজনক একটি ট্রাক আটক করা হয়।সেই ট্রাক থেকে উদ্ধার হয় ১৮টি মহিষ। বৈধ কোন নথি দেখাতে না পারায় ট্রাকের চালক নূর মোহমত আলীকে গ্রেফতার করা হয়। ধৃত অসমের বাসিন্দা।পাচারের উদ্দেশ্যে বিহার থেকে মহিষগুলি অসমে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃত চালককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
