শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির আইওসি গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকান্ডের ঘটনা।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল শিলিগুড়িবাসী।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গাড়ির চাকা হঠাৎই ব্লাস্ট হতেই আগুনের সূত্রপাত হয়। আগুন দেখা মাত্রই আইওসি-র পক্ষ থেকে অগ্নিনির্বাপন ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। দ্রুত খবর দেওয়া হয় দমকলে।
দমকল পৌঁছানোর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। এরপর দমকলকর্মীরা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।আইওসি কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় বিপদ এড়ানো সম্ভব হয়।দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
