ফাঁসিদেওয়া,২৮ আগস্টঃ দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল অবস্থা রাস্তার।কালভার্ট ভেঙে ধসে গিয়েছে রাস্তা।বর্ষায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের।প্রতিবার ভোটের আগে নেতাদের আশ্বাস মিললেও ভোট পেরোলেই এলাকায় আর তাদের দেখা মেলে না বলে অভিযোগ স্থানীয়দের।এই বিষয়ে হুঁশ নেই প্রশাসনেরও।
অবশেষে সোমবার ফাঁসিদেওয়ার হাঁসখোয়ার মোড়ে শিলিগুড়ি -কলকাতাগামী ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অন্তুজোত,দানাগছ,নয়নজোত সহ মোট ১০টি গ্রামের বাসিন্দারা।বিক্ষোভে শামিল হয় স্কুল পড়ুয়ারাও।বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামের রাস্তার হাল বেহাল।প্রশাসন বিষয়টি দেখছে না।কালভার্ট ভেঙে ৫০ মিটার রাস্তা ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।সেখান দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সকলকে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাগডোগরা থানার পুলিশ ও ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার।পরবর্তীতে বিডিও এবং পুলিশের আশ্বাসে পথ অবরোধ ওঠান বিক্ষোভকারীরা।