শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের মুক্ত মঞ্চ ক্লাবের তরফে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।এদিনের শিবিরে ব্লাড সুগার, প্রেসার সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়।এর পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।শিবিরে প্রচুর মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।
মুক্ত মঞ্চ ক্লাবের সদস্য শিবশঙ্কর বলেন, ওয়ার্ডের দুঃস্থ মানুষদের কথা ভেবেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।