শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ শিলিগুড়ির সমাজসেবী সংস্থা জৈন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে টিকাকরন শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, রবিবার পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্র প্রসাদ স্কুলে এই শিবির আয়োজিত হয়।শিবিরে শতাধিক মানুষ সুগার,প্রেসার, হেমোগ্লোবিন ও চক্ষু পরীক্ষা করান।পাশাপাশি পুরনিগমের সহযোগিতায় ৬০০ জনকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
এই বিষয়ে সংস্থার সভাপতি বচরাজ বোথরা বলেন, শিলিগুড়ির বিভিন্ন সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং শিলিগুড়ির পুরনিগমের সহযোগিতায় ৬০০ জনকে বিনামূল্য টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।আমাদের লক্ষ্য দুঃস্থ মানুষেরা সেবা করা।এই লক্ষ্যেই আজ শিবিরের আয়োজন করা হয়েছে।