‘হার্ট অ্যাটাক’, শুনলেই অনেকে আঁতকে ওঠেন। অনেকের মৃত্যুর কারণও হার্ট অ্যাটাক। ডাক্তাররা বলেন হার্ট অ্যাটাকে রোগীকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিলে বাঁচানো সম্ভব।
জলপাইগুড়ির বাসিন্দা দীনেশ দত্ত। কিছুদিন আগে তার বাবার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর ডিসানে ফোন করলে তারা তড়িঘড়ি জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স পাঠায়।মধ্যরাতেই অ্যানজিওগ্রাফি করা হয় এবং হার্টে ব্লকেজ ধরা পড়ে।সেইমতো অত্যাধুনিক পদ্ধতিতে দ্রুত চিকিৎসা শুরু হয়। ডিসান হাসপাতালের এই পরিষেবায় স্বাভাবিক ভাবেই খুশি তারা। এমনই বহু রোগীকে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলছে ডিসান।
https://www.desunsiliguri.com/landing-page-siliguri/heart-attack.php
বিজ্ঞাপন