শিলিগুড়ি, ১২ মেঃ করোনা হয়তো পরীক্ষা নিচ্ছে মানবিকতারও।কারণ নানা ঘটনা নাড়িয়ে দিয়েছে মানসিকতাকেও।তা না হলে কী হার্ট অ্যাটাকে মৃত ব্যক্তির দেহ রাতভর গাড়িতেই পড়ে থাকে বাড়ির বাইরে। আর দেহ শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করতে এগিয়ে আসেননা পরিবারের সদস্যরা। এমনই এক অমানবিক ঘটনা ঘটলো শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরে বিনয়মোড় পাইপলাইনের কাছে।
মৃত ব্যক্তির নাম সুব্রত কর।মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হার্ট ব্লক হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুর পর একটি গাড়িতে দেহ বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যক্তির সৎকারে এগিয়ে আসেনি পরিবারের সদস্য কিংবা প্রতিবেশীরা।রাত থেকে বাড়ির সামনে গাড়িতেই ছিল দেহ।সকালে দেহ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পরে স্থানীয় আশিঘর ফাঁড়ির পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেহটি শ্মশানে নিয়ে যান।ঘটনার পর সেখানকার বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির স্ত্রী ও তিন বছরের সন্তান রয়েছে।পরিবারের অন্যান্য সদস্যদের ফোন করা হলেও তাঁরা জানিয়ে দেন সৎকারে যাবেন না।