অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হার্টের বিভিন্ন সমস্যার সমাধান অ্যাপোলোতে

শিলিগুড়ি, ১৩ মার্চঃ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অস্ত্রপ্রচারে সামান্য সময়েই হতে পারে হার্টের বিভিন্ন সমস্যার সমাধান।হার্টের চিকিৎসায় এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে এল কলকাতার অ্যাপোলো হাসপাতাল।


এদিন একটি সাংবাদিক বৈঠকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ডঃ সুষান মুখোপাধ্যায় ও ডঃ দেবাশীষ ঘোষ জানান, ভালভ সার্জারী, বাইপাস সার্জারী এইসকল উন্নত চিকিৎসা ব্যবস্থা এখন কলকাতাতেও সম্ভব রয়েছে।এখনও পর্যন্ত তারা অনেকগুলো সার্জারী করেছেন এবং ভালো ফলও পেয়েছেন।উত্তরবঙ্গেও তারা বেশকিছু সচেতনতামূলক শিবির করে থাকেন। এইসকল চিকিৎসায় প্রথম অবস্থায় খরচ একটু বেশি থাকে যদিও ধীরেধীরে তা ধরাছোয়ার মধ্যেই চলে আসে।

এইসকল চিকিৎসার ক্ষেত্রে একটি হার্টকেয়ার টিম গঠন করা হয়, যেখানে সকল বিশেষজ্ঞরা উপস্থিত থাকে।এই হার্টকেয়ার টিমের সমবেত প্রয়াসেই সার্জারীগুলি করা হয়ে থাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *