হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের উদ্যানপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা।বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর প্রয়াণে বাংলার রাজনীতিতে এক অধ্যায়ের যবনিকা পতন।শোকের ছায়া রাজনৈতিক মহলে।শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।মন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি দফতরে বেলা ২টোর পর ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
পরিবার সূত্রে খবর, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দিন কয়েক আগে গলব্লাডারের অপারেশন হয় মন্ত্রীর।বুধবারই কলকাতা থেকে মুর্শিদাবাদে ফেরেন তিনি। কিন্তু ফের রাতেই অসুস্থ বোধ করলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মন্ত্রী।তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজ্য রাজনীতিতে।