গরমে ‘পুড়ছে’ শিলিগুড়ি, নাকাল সাধারণ মানুষ

শিলিগুড়ি,২৫ মেঃ বাংলা ক্যালেন্ডারে এখন জৈষ্ঠ মাস। বলা হয় জৈষ্ঠের গরমে আম-কাঁঠাল পাকে। যদিও বাংলায় তাপপ্রবাহের ঝাপটা লেগেছিল বৈশাখেই।তবে এতদিন উত্তরবঙ্গে সেভাবে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য উচ্চতায় না পৌঁছালেও গত কয়েকদিনে তীব্র দাবদাহে পুড়ছে গোটা উত্তর।প্রবল গরমে হাসফাঁস করছে উত্তরের প্রতিটি জেলা।


আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার রাজ্যে তাপমাত্রার নিরিখে রেকর্ড গড়েছিল শিলিগুড়ি।গোটা রাজ্যের মধ্যে রেকর্ড তাপমাত্রা ছিল শিলিগুড়ির।গতকাল শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেন্টিগ্রেড।যা শিলিগুড়িতে অতীতে কখোনই হয়নি।

এদিকে আজও আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শিলিগুড়িতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই ঘোরাফেরা করছে।চড়া রোদে খাঁখাঁ করছে শহর।এমন পরিস্থিতিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।চিকিৎসকেরা বেশি করে পানীয় জল এবং ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছেন সকলকে।


অন্যদিকে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে চলছে চর্চা।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রেমাল এর প্রভাব উত্তরবঙ্গেও পড়তে চলেছে বলে পূর্বাভাস রয়েছে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu