শিলিগুড়ি, ২৮ জুলাই: সোমবার রাত থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির নানা এলাকা। ক্ষতিগ্রস্ত জংশন ও মাটিগাড়া সংযোগকারী লোহার পুল।
গতকাল রাতে বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করে পঞ্চনই নদীর। একসময় নদীর জল লোহার পুলের উপর দিতে বইতে থাকে। স্রোতে পুলের একাংশ একদিকে হেলে যায়। পিলারগুলিও ক্ষতিগ্রস্ত হয়। সকালেই ঘটনাস্থলে হাজির হন ইঞ্জিনিয়াররা। পুলের অবস্থা বিপজ্জনক থাকায় বাইক, গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কয়েকমাস আগেই ওই লোহার পুলটি বানানো হয়েছিল। গতকাল রাতে এলাকার কিছু বাড়িতেও পঞ্চনই নদীর জল ঢুকে যায়। ফলে রাত জেগেই কাটাতে হয় কয়েকটি পরিবারকে।
এদিকে পুল ক্ষতিগ্রস্ত হওয়ায় মাটিগাড়া হয়ে আপাতত যাতায়াত করতে হবে বাসিন্দাদের। দাগাপুরের কাছেও পঞ্চনই ব্রিজের অ্যাপ্রোচ রোডের দুদিকে ধসে যায় কিছুটা। একটি বাড়ির অবস্থা বিপজ্জনক থাকায় পরিবারের সদস্যদের বাড়ি ফাকা করতে বলা হয়।