রাজগঞ্জ, ৩ জানুয়ারিঃ রবিবার হেল্প সোসাইটি অফ ফাড়াবাড়ির পক্ষ থেকে করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হল।জানা গিয়েছে, এদিন রাজগঞ্জের ফাড়াবাড়ি নেপালি বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ, চিকিৎসক, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের করোনা যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও এনসি শেরপা, ডঃ শুভেন্দু কুমার রায়, ডঃ কল্যাণ খাঁ, ডঃ সন্দীপ সেনগুপ্ত, ডঃ অনির্বাণ রায়, মিস্টার টিকম শর্মা প্রমুখ।
সংস্থার সভাপতি অজয় ট্যান্ডন বলেন, হেল্প সোসাইটি অফ ফাড়াবাড়ির পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কনটেনমেন্ট জোন, আইসোলেশন সেন্টার, সেভ হাউস, বিভিন্ন বাজার, হাসপাতাল সহ বিভিন্ন স্থানে স্যানিটাইজ করা হয়।এসব কাজে পুলিশ ও সাংবাদিকরা সহযোগিতা করেছেন।এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি।কোথাও স্যানিটাইজ করার প্রয়োজন হলে হেল্প সোসাইটি অফ ফাড়াবাড়ি প্রস্তুত আছে।