শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ করোনা মোকাবিলায় চলছে লকডাউন।এর ফলে সমস্যায় বহু মানুষ।এই কারণে জনস্বার্থে হেল্পডেস্ক চালু করলো তৃণমূলের কাউন্সিলররা।হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানালেই মিলবে সাহায্য।এমনটাই জানালেন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, লকডাউনের জেরে মানুষ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে।তবে তাদের সমস্যা সমাধানে নির্বিকার পুরনিগম।তাই এই হেল্পডেস্ক খুলে মানুষের সাহায্য এগিয়েছেন তারা।৯৮০০৬-৯৮০০৬ এই নম্বরে হোয়াটঅ্যাপের মাধ্যমে তাদের অসুবিধার কথা জানালেই সঙ্গে সঙ্গে তৃণমূল কাউন্সিলরেরা তাদের সাহায্য পৌছে যাবেন।
খুব ভালো উদ্যোগ ?