আলিপুরদুয়ার,১ আগস্টঃ জনবহুল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্ট প্রকল্প করা যাবে না- এই দাবিতে পূর্ব চিকলিগুড়ি এলাকায় ঝাড়ু হাতে মিছিল করলেন মহিলারা।
বৃহস্পতিবার এলাকার শতাধিক মহিলা ঝাড়ু নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। জনবহুল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জায়গা নির্ধারণ করেছে ব্লক প্রশাসন। জনবহুল এদিকে এলাকাতে এই প্রকল্পের জায়গা নির্ধারণ হওয়ার পরেই ক্ষোভ জন্মেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার বাসিন্দারা জোটবদ্ধ হয়ে রীতিমতো ঝাড়ু হাতে নিয়ে মিছিল করেন। তাদের অভিযোগ সরকারি জায়গা হলেও জনবহুল এলাকাতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করার জন্য স্থান নির্ধারণ করেছেন প্রশাসনিক কর্তারা।জনবহুল এলাকায় নোংরা আবর্জনা ফেলানোর জায়গা তারা দেবেন না। যদি স্কুল, আইসিডিএস সেন্টার ওই জমিতে হয় তবে তাদের কোন আপত্তি নেই। প্রশাসনিক কর্তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্ট প্রকল্পের স্থান বদল না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারিও দেন এলাকার মহিলারা।