শিলিগুড়ি, ৮ মে: শিলিগুড়িতে এক মহিলার স্নানের ভিডিও তোলার চেষ্টা, হাতে নাতে ধরা পড়ল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের সুভাষনগরের কমিউনিটি রোডে।
জানা গিয়েছে, এক মহিলা স্নান করছিলেন।অভিযোগ, সেইসময় মহিলার স্নানের ভিডিও তোলার চেষ্টা করে এক ব্যক্তি।মহিলা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।
অভিযুক্ত ব্যক্তির নাম নীতিশ বর্মন (৩৮)।ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মহিলারা একত্রিত হয়ে অভিযুক্তকে উত্তম-মধ্যম দেন। এমনকি কান ধরে উঠবস করানো হয়।পরবর্তীতে অভিযুক্তকে ভক্তিনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।