শিলিগুড়ি,১২ আগস্টঃ বিশ্ব হাতি দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নকশালবাড়ি শাখা।
সোমবার কার্শিয়াং বনবিভাগের টুকরিয়াঝাড় রেঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এডিএফও রাহুল দে মুখার্জি, বিজ্ঞান মঞ্চের গোপাল দে, ন্যাফের অনিমেষ বসু, প্রাক্তন শিক্ষক তথা বিজ্ঞান মঞ্চের সদস্য পরিতোষ চাকলাদার, বিপ্লব রায় সহ অন্যান্যরা। ৫০ ইউনিটের লক্ষ্যমাত্রা থাকলেও এদিন ২০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। বনকর্মী থেকে শুরু করে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এদিন রক্তদানে এগিয়ে আসেন। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে। হাতি দিবস ও রক্তের সংকট নিরসনে এই শিবির বলে বিজ্ঞান মঞ্চের অভিজিৎ সরকার জানান।