ফুলবাড়ি, ৩০ নভেম্বরঃ শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে। ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজ সহ পশ্চিম ধনতলার মহানন্দা নন্দীতে।
স্থানীয়রা জানান, প্রতিবছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়৷এবার শীতের শুরুতেই পাখিরা আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত আমরা পাঁচ ছয় রকমের পাখি দেখতে পেরেছি।মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে পাখিরা। বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। প্রতিদিন নানান জায়গা থেকে বহু মানুষ আসেন এই পাখি দেখার জন্য।