শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ বাড়ির মন্দির থেকে চুরি যাওয়া বাবা লোকনাথের রুপোর মূর্তি উদ্ধার করলো পুলিশ।ঘটনায় গ্রেফতার চোর।ধৃতের নাম বিজয় মাহাতো (২৫)।ভক্তিনগর থানা অন্তর্গত প্রকাশ নগর এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, গত ৬ তারিখ ভোরে ৪৬ নম্বর ওয়ার্ডের গণেশ ঘোষ কলোনির একটি বাড়ির মন্দির থেকে বাবা লোকনাথের রুপোর মূর্তি চুরি হয়।মূর্তিটির ওজন প্রায় ১ কেজি।বর্তমান বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
ঘটনার পর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গতকাল রাতে প্রকাশনগর এলাকা থেকে বিজয় মাহাতোকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথের মূর্তিটি উদ্ধার করা হয়।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
