শিলিগুড়ি,৯ আগস্টঃ শিলিগুড়িতে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।কয়েকদিন আগেই ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর।এরপরই ডেঙ্গু রোধ করতে নড়েচড়ে বসে শিলিগুড়ি পুরনিগম।পুরনিগমের তরফে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বৃষ্টির জল যাতে কোথাও কোনভাবে না জমে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।এছাড়াও লাগাতার সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে পুরনিগম।বাড়ি-বাড়ি গিয়ে সার্ভেও করা হচ্ছে।
কিন্তু এরপরেও কিছু কিছু জায়গায় বৃষ্টির জল জমে ডেঙ্গুর লাভা জন্মাতে দেখা যাচ্ছে।শুক্রবার শিলিগুড়ির সেবক রোডের একটি শপিংমলে অভিযান চালায় পুরনিগম।সেখানে মূলত অবৈধ নির্মাণ ভাঙতে যান পুরনিগমের কর্তারা।কিন্তু সেখানে পৌছাতেই ছাদে এবং বেশকিছু পাত্রে বৃষ্টির জল জমে থাকতে দেখেন তারা।এরপরই ৫ নম্বর বরো চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস।ইতিমধ্যেই এই বিষয়ে ওই শপিংমল কর্তৃপক্ষকে একটি নোটিশ পাঠানো হয়েছে।শীঘ্রই জমা জল পরিষ্কার করার কথা বলা হয়েছে।
এদিন প্রীতিকণা বিশ্বাস বলেন, এই বিষয়ে শপিংমল কর্তৃপক্ষকে একটি নোটিশ পাঠানো হয়েছে।শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।