শিলিগুড়ি,২৭ জুনঃ শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডে ইসকন মন্দির রোডের ঘটনা।মৃত যুবকের নাম আশিস শর্মা।বাড়ি জয়গাঁও এলাকায়।কর্মসূত্রে শিলিগুড়িতে থাকত যুবক।
জানা গিয়েছে,বৃহস্পতিবার যুবক স্কুটি করে ইসকন বাজার থেকে ইসকন মোড়ের দিকে যাচ্ছিল।সেই সময় পিডব্লিউডি’র একটি গাড়ির নিচে চাপা পড়ে যুবক।ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
