গজলডোবা, ১৩ জুনঃ পাহাড়ের লাগাতার বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে গজলডোবার তিস্তার জল।খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি লক গেট।
গত কয়েকদিন ধরেই সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সিকিমের একাধিক জায়গায় ধস পড়েছে।এরইমধ্যে বুধবার রাত থেকে তিস্তার জল বাড়তে শুরু করেছে।
গজলডোবায় আসা কয়েকজন জানান, গতকাল এই তিস্তা ব্যারেজে এতো জল ছিলো না। আজ সকাল থেকে জল বাড়তে শুরু করেছে। পাহাড়ে বৃষ্টির ফলেই এই জল বাড়তে শুরু করেছে। গতবছর পাহাড় মেঘভাঙ্গা বৃষ্টিতে তিস্তায় ভয়ংকর বিপর্যয় এসেছিলো। এবারে এভাবে জল বাড়ায় আতঙ্কে রয়েছেন এই তিস্তা এলাকার বাসিন্দারা।