শিলিগুড়ি,২৬ জুলাইঃ নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নিউ পোকাইজোত এলাকায়।মৃত ব্যক্তির নাম হাসতা বাহাদুর থাপা।তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি।বুধবার সকালে স্থানীয় এক যুবক রেললাইনের ধার দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ দেখতে পান।এরপরই ঘটনার খবর দেওয়া হয় প্রধাননগর থানায়।
মৃত ব্যক্তির স্ত্রী জানান, সবসময় নেশা করে থাকতেন তার স্বামী হাসতা বাহাদুর থাপা।রবিবার সকালে বাড়ি থেকে বের হন।তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ব্যক্তির।বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।এরপর আজ দুপুরে এলাকার এক যুবক তাকে ফোন করে বিষয়টি জানায়।ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে শনাক্ত করেন তিনি।
মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।