শিলিগুড়ি,৯ আগস্টঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
এবছর পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে ২৪টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।অন্যদিকে ৬টি আসন দখল করে বিজেপি।এদিকে পঞ্চায়েত সমিতির ৩টি আসনও দখল করেছে তৃণমূল।বুধবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।তাদের শপথ বাক্য পাঠ করান রাজগঞ্জ ব্লক ইয়ুথ অফিসার তুহিন মুখার্জি।
ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন সুনীতা রায়।উপপ্রধান হয়েছেন আনন্দ সিনহা।এদিন শপথ গ্রহণের পর তারা বাইরে বেরিয়ে আসতেই উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা।গলায় ফুলের মালা পড়িয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাদেরকে স্বাগত জানান কর্মী সমর্থকেরা।পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন তারা।