শিলিগুড়ি, ১৫ ডিসেম্বর: পথ দুর্ঘটনা রুখতে এবং গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর সাব ট্রাফিক গার্ড।
সোমবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ বাজার এলাকায় হেলমেটবিহীন গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি তুলে দিয়ে সচেতনতার বার্তা দিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা।প্রতিদিনই ইস্টার্ন বাইপাস এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে।বিভিন্ন সময়ে সচেতনতা ও জরিমানার পরও অনেক চালকই হেলমেট না পরে কিংবা চার চাকার গাড়িতে সিটবেল্ট ছাড়াই চলাচল করছেন।সেই কারণেই এদিন মানবিক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আশিঘর সাব ট্রাফিক গার্ড।
এদিন হেলমেটবিহীন বাইক চালকদের ও চার চাকার গাড়িতে সিটবেল্ট না লাগিয়ে থাকা চালক এবং যাত্রীদের গোলাপ ফুল ও মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট। ট্রাফিক আইন মানার গুরুত্ব সম্পর্কে চালক ও যাত্রীদের সচেতনও করা হয়।
