শিলিগুড়ি,৬ জুনঃ শিলিগুড়িতে উদ্ধার প্রচুর পরিমাণে বিদেশি নকল মদ।ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আবগারি দপ্তর।
বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর।সেখানে একটি গুদাম থেকে বিপুল পরিমান নকল মদ, নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে আবগারি দপ্তর।প্রায় ১২ লক্ষ ৩৫ হাজার টাকার নকল মদ উদ্ধার হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি ও স্কুটি। ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।ধৃতরা হল কৃষ্ণ প্রসাদ ও বরুন কুমার। বরুন কুমারের বাড়ি বিহারে এবং কৃষ্ণ প্রসাদ শিলিগুড়ির বাসিন্দা।
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযানের দরুন ১২৫ লিটার নকল বিদেশি স্পিরিট, ৩৫ লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ সহ প্রায় ৭০০টি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্লাসটিকের বোতল, লেবেল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।
