শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ বিশ্বাসঘাতকতা করেছে প্রেমিক। যার জেরে শিলিগুড়ির সেবক রোডে গাড়ির ছাদে উঠে আজব কান্ড ঘটাল যুবতী।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শনিবার রাতে।এরজেরে বেশ কয়েকঘণ্টা যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়।
এদিন খবর পেয়েই ভক্তিনগর থানা এবং ট্রাফিক বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। তবে যুবতীকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না।অবশেষে ডাকা হয় মহিলা পুলিশ কর্মীদের।পরে মহিলা থানার পুলিশ যুবতীর ডাক্তারি পরীক্ষা করে তাকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতী অভিযোগ করেছেন যে তার প্রেমিক রাজেশ ভগত তার সঙ্গে প্রতারণা করেছেন।এরফলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন যুবতী।প্রেমিকের বিশ্বাসঘাতকতায় বিধ্বস্ত হয়ে তার ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন সেবক রোডে।
এদিন যুবতী প্রথমে তার প্রেমিকের গাড়ি ভাঙচুর করে এবং তারপর গাড়ির ছাদের উপর উঠে বসে পড়ে।যুবতীর এই কান্ড দেখে হতবাগ হয়ে যান স্থানীয়রা।সেবক রোডে যানজটের সৃষ্টি হয়।যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে।
বেশ কয়েক ঘণ্টা পর অবশেষে মহিলা পুলিশ কর্মীরা যুবতীকে হেফাজতে নেয়।ঘটনা সম্পর্কে যুবতীকে জিজ্ঞাসাবাদ করছে ভক্তিনগর থানার পুলিশ।যুবতীকে একটি নোটিশ জারি করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
