শিলিগুড়ি,৫ ডিসেম্বর: ফাঁসিদেওয়ার কমলাবাগান এলাকায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কমলাবাগান বাকুলন এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় জখম হয় একটি চিতাবাঘ।পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোষপুকুর পুলিশ ও ঘোষপুকুর বনবিভাগ।যদিও ততক্ষণে মৃত্যু হয় চিতা বাঘটির।এর আগেও কমলাবাগান এলাকায় গাড়ির ধাক্কায় একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছিল।ঘনঘন দুর্ঘটনা এবং চিতাবাঘের মৃত্যু নিয়ে বন দফতরের আধিকারিকরা খুবই চিন্তিত৷গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।