ফুলবাড়ি, ১০ ডিসেম্বরঃ পাচারের আগে ২৫০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করলো এসটিএফ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়ি থেকে প্রায় ২৫০ কেজি গাঁজা উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স ।ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ফরিকুল মিয়াঁ। বাড়ি কোচবিহার জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেলের কাছে সন্দেহজনক ওই মালবাহী গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে প্রায় ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচারের উদ্দেশ্যেই গোপন চেম্বারে করে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।
