শিলিগুড়ি,১৯ সেপ্টেম্বরঃ ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়ল এক যুবক।ঘটনা ঘিরে বৃহস্পতিবার ব্যপক চাঞ্চল্য ছড়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে।
জানা গিয়েছে, এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা মুস্তাক আলি একটি ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিতে আসেন।যুবকের সঙ্গে ছিলেন তার এক আত্মীয়ও।তাদের হাতে ছিল স্বাস্থ্য দপ্তরের একটি নিয়োগপত্র।এদিকে নিয়োগপত্রটি অধ্যক্ষের কাছে জমা দিতেই সন্দেহের সৃষ্টি হয়।এই ধরনের নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের পোর্টালে আপলোড হয়। তা না থাকায় অধ্যক্ষের সন্দেহ হয়।এরপরেই তাদেরকে আটকে রেখে মেডিকেল ফাঁড়ির পুলিশকে খবর দেন অধ্যক্ষ।
পুলিশি জেরায় মুস্তাক আলি এবং তার আত্মীয় ইমরান আলি জানায়, দেড় লক্ষ টাকার বিনিময়ে নিয়োগপত্রটি কিনেছিল তারা।শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে। এর পেছনে কাদের হাত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
অন্যদিকে এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা জানান, ভুয়ো নিয়োগ পত্র নিয়ে এসে চাকরি হাতানোর চেষ্টা করছিল এক যুবক। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।