হাইকমান্ডের নির্দেশের পরই শিলিগুড়িতে নির্বাচনি কৌশল শুরু করলো বাম-কংগ্রেস

শিলিগুড়ি, ২৫ ডিসেম্বরঃ উত্তরবঙ্গের চারটি আসনে একপ্রকার জয় নিশ্চিত করতে পাশাপাশি অশোক এবং শঙ্কর।পলিটব্যুরো ও কংগ্রেস হাইকমান্ডের নির্দেশের পরই আসন্ন বিধানসভা, পুর ভোট ও মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে একসঙ্গে প্রচারে নামতে চলেছে কংগ্রেস –বাম দুই দল।মূলত রাজ্যের তৃণমুল সরকার ও বিজেপিকে রুখতেই তাদের এই জোট বলে জানান বাম- কংগ্রেস নেতৃত্বরা।


শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে একটি প্রাথমিক বৈঠক সারেন অশোক ভট্টাচার্য,জীবেশ সরকার,শঙ্কর মালাকার সহ দুই দলের নেতৃত্বরা।

বৈঠক শেষে অশোক ভট্টাচার্য বলেন,তাদের এই বৈঠক প্রাথমিক হলেও আগামীদিনে তাদের আন্দোলনের বিভিন্ন রুপরেখা তৈরি করা হয়েছে।আগামী ৩০ ডিসেম্বর পুরভোট ও মহকুমা পরিষদের নির্বাচনের দাবি জানিয়ে মহকুমাশাসককে স্মারকলিপি দেবেন তারা।পাশাপাশি শিলিগুড়িতে দুই দলের উচ্চ নেতৃত্বদের উপস্থিতিতে জনসভাও করা হবে বলে জানান তিনি।


অন্যদিকে, জোট সঙ্গিকে নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে একশো শতাংশ আশাবাদী কংগ্রেস বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকারি সভাপতি শঙ্কর মালাকার।তিনি বলেন,বিগত বিধানসভা নির্বাচনে  রাজনৈতিক জটিলতার কারনে  তাদের জোট ভালো ফল না করলেও এবার উচ্চ মহলের সর্বসম্মতি জোট হওয়ার ফলে  সমগ্র রাজ্যে ভালো ফল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *