শিলিগুড়ি,১২ ডিসেম্বরঃ হাইড্রেনের উপর রাখা মেশিনের লোহার পাইপে ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে হাইড্রেনের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে শিলিগুড়ির ঝঙ্কার মোড়ের কাছে বিশ্বনাথ ঘোষ নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
সকালে স্থানীয় বাসিন্দারা দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খালপাড়া ফাঁড়ির পুলিশকে জানানো হয়। মৃত ব্যক্তি ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে থাকতেন। পেশায় টোটো চালক ছিলেন। বুধবার রাতে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু খুঁজে পাননি। সকালে ঝুলন্ত দেহ দেখতে পান বাসিন্দারা। পরিবার ও পুলিশকে জানানো হয়।
পরিবারের সদস্যরা জানান, ওই ব্যক্তি বেশ কয়েক জনের থেকে টাকা ধার নিয়েছিলেন। মানসিক অবসাদেও ছিলেন। এদিন সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।