শিলিগুড়ি, ৩০ জুলাইঃ পাহাড় নিয়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করতে হবে কেন্দ্রকে। সেই সমাধান কী? তা ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে স্পষ্ট করে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। বৃহস্পতিবার দিল্লী থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামার পর এমনটাই জানালেন জিএনএলএফ এর সভাপতি মন ঘিসিং। পাহাড়ের যাবতীয় বিষয় নিয়ে দিল্লীতে রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জিএনএলএফ নেতা মন ঘিসিং ও মহেন্দ্র ছেত্রী।
এদিন বিমানবন্দরে মন ঘিসিং জানান, বিজেপি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা বলে আসছে। কিন্তু এবার ২০২১ এর নির্বাচনের আগে পাহাড়বাসী প্রবল আশা নিয়ে রয়েছে। এবার শুধু আশ্বাস হজম হবেনা। তাই তাদের জানাতে হবে পাহাড়ের জন্য কী করছেন। পাহাড়ের সমস্ত বিষয় ও বর্তমান পরিস্থিতির কথা জানানো হয়েছে। তাদের পদক্ষেপের জন্য সময়ও দিচ্ছি।
পাশাপাশি আরও বলেন, শুধুমাত্র বন্ধুস্থানীয় একটি দলকে নিয়ে আলোচনায় বসলে হবেনা। প্রয়োজনে আলাদা আলাদা করে প্রত্যেকের সঙ্গে আলোচনায় বসা উচিত।
অন্যদিকে জিএনএলএফ এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন, বিজেপি নির্বাচনী ইস্তাহারের বহু আশ্বাসই পূরণ করেছে। তাই আশায় রয়েছি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানও তারা করবেন। সেই বিষয়গুলিই নিয়েই আলোচনা হয়েছে দিল্লীতে।