আলিপুরদুয়ার, ২৬ ফেব্রুয়ারিঃ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদনের পর হিমঘরে সংরক্ষণ করার বন্ড পাচ্ছেন না স্থানীয় কৃষকরা।হিমঘর কর্তৃপক্ষ সেই বন্ড বিক্রি করে দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ও ফরেদের কাছে।যা নিয়ে হচ্ছে কালোবাজারি।কুমারগ্রাম ব্লকের উত্তর পারোকাটা হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনটাই অভিযোগ স্থানীয় কৃষকদের।
জানা গিয়েছে, এই অভিযোগ নিয়ে শুক্রবার সকাল থেকেই হিম ঘরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় আলু চাষীরা।ঘটনার খবর পেয়ে হিমঘরে ছুটে আসেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা।
হিমঘরের ম্যানেজারের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন জন বারলা।পরবর্তীতে হিমঘর কর্তৃপক্ষকে ৭ দিনের মধ্যে স্থানীয় কৃষকদের বন্ড দেওয়ার কথা বলেন।জন বারলা বলেন, স্থানীয় কৃষকদের বন্ড না দিয়ে তৃণমূল নেতাদের বন্ড দেওয়া হয়েছে।সাত দিনের মধ্যে কৃষকদের সমস্যা না মেটালে হিম ঘরের সামনে ধর্নায় বসবেন তিনি।
এই বিষয়ে হিম ঘরের ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে সংবাদমাধ্যকে এড়িয়ে যান তিনি।
এদিকে স্থানীয় কৃষকদের বক্তব্য আমাদের বন্ড দেওয়া না হলে প্রয়োজনে হিমঘরে তালা ঝোলাবো।