শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গ হিন্দি অ্যাকাডেমির তরফে হিন্দি দিবস পালন করা হল।বুধবার শিলিগুড়ির রামকিঙ্কর সম্মিলনী হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহাকুমাশাসক প্রিয়াঙ্কা সিং সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশেষ অতিথিরা।হিন্দি দিবসের বিশেষত্ব এবং ইতিহাস নিয়ে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।আবৃতি প্রতিযোগিতা, প্রবন্ধ লেখা সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেকে।
এই বিষয়ে হিন্দি অ্যাকাডেমির তরফে অজয় কুমার শাহ বলেন, এদিন শহরে মুন্সি প্রেম চাঁদের মূর্তির স্থাপন নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে।তারাও এই প্রস্তাবে রাজি হয়েছেন।
