শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ বাংলা ও ইংরেজি ভাষায় থাকলেও হিন্দি ভাষায় ছিল না বিএড পরীক্ষা দেওয়ার সুযোগ।ফলে অনেককে বিএড করতে ভীন রাজ্যে যেতে হত।তবে এবারে হিন্দি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ হিন্দি অ্যাকাডেমির চেয়ারম্যান বিবেক গুপ্তা।
তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার হিন্দি ভাষাকে সমানভাবে মান্যতা দিতে বদ্ধপরিকর।অন্যান্য ভাষার সাথে সমান তালে তাল রাখতে গঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ হিন্দি অ্যাকাডেমি।এই রাজ্যে বেশকিছু হিন্দি বিদ্যালয় তৈরিও করার চিন্তা ভাবনা করেছে সরকার।অন্যদিকে বিএড পরীক্ষায় হিন্দি ভাষায় প্রশ্নপত্র চালু করার কথা ইতিমধ্যেই ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী।চলতি ২১/২২ বর্ষে এই প্রক্রিয়া চালু হবে।