শিলিগুড়ি, ১৫ ডিসেম্বরঃ ৩ টাকার জন্য বিবাদ। ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়াল মাটিগাড়া থানা অন্তর্গত খাপরাইল মোড় এলাকায়। ঘটনায় এক মহিলা লটারি বিক্রেতা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পাল্টা অভিযোগ করেছেন গ্রাহক।
জানা গিয়েছে, রবিবার খাপরাইল মোড়ে মুন্না মণ্ডল নামে এক মহিলার লটারির দোকানে দুই যুবক ১০৫ টাকার লটারির টিকিট কেনে। এরপর অনলাইনে পেমেন্টের সময় তারা ৩ টাকা কম দেয়। মহিলা বাকি ৩ টাকা চাইলে দুই যুবক তাকে গালিগালাজ করতে শুরু করে।এরফলে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
পরবর্তীতে এই বিবাদ হাতাহাতিতে পৌছায়। লটারি বিক্রেতা মহিলার অভিযোগ, যুবকরা তার শরীরে অ্যাসিড হামলা এবং তার ছেলেকে প্রানে মারার হুমকি দেয়।এছাড়াও মহিলার দোকান ভাঙচুর এবং মহিলার স্বামী ও ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবী জানান মহিলা।
অন্যদিকে, গ্রাহক দুই যুবকও থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
