বাগডোগরা,২৮ এপ্রিলঃ বাগডোগরা বনবিভাগের উদ্যোগে বাগডোগরা রেঞ্জ অফিস চত্বরে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন।
এদিনের শিবিরে শুধুমাত্র বনকর্মীরাই নয় সংলগ্ন এলাকার বাসিন্দারাও নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।ব্লাড সুগার ,রক্তচাপ সহ অন্যান্য পরীক্ষারও ব্যবস্থা ছিল। সঙ্গে ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসেছিলেন বাগডোগরা রেঞ্জার সোনাম ভুটিয়াও এই শিবিরে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান।