শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ ৫ মাস ধরে ডিএ দেওয়া হয়নি।এরফলে ক্ষুব্ধ হয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা।
জানা গিয়েছে, এদিন রেজিস্ট্রারকে ঘিরে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। অভিযোগ, মুখ্যমন্ত্রী মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করলেও তা বাড়ানো হয়নি। কয়েক মাস আগেও কর্মবিরতি রেখে একই দাবিতে আন্দোলনে নামার পর কর্তৃপক্ষের আশ্বাসে সেই আন্দোলন প্রত্যাহার করা হলেও সমস্যার সমাধান করা হয়নি। তাই মঙ্গলবার পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। এই আন্দোলনের জেরে আটকে পড়েন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও মাইগ্রেশন সার্টিফিকেট সহ নানান কাজে আসা পড়ুয়ারা।
সংগঠনের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রঞ্জিত রায়ের দাবি, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও কর্তৃপক্ষ কোনো কাজ করেনি।
অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, বিষয়টি নিয়ে উচ্চ শিক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়েছে। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। বিক্ষোভের জেরে একাধিক কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে। কিভাবে বিশ্ববিদ্যালয় চলবে তা বলা মুশকিল।
