শিলিগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার শিলিগুড়ির পুরনিগমে বাজেট পেশ করলেন মেয়র গৌতম দেব। নতুন বাজেটে শহরবাসীর জন্য করের বোঝা নতুন করে চাপানো হয়নি। যদিও এ বার ১০ কোটি ৫৩ লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। এবছর মেয়র ৬১৮ কোটি টাকার বাজেট পেশ করেছেন। অন্যদিকে তৃণমূল বোর্ডের পেশ করা এই বাজেটকে সমর্থন করেনি বাম সহ বিজেপি কাউন্সিলররা।
স্বাস্থ্য থেকে ক্রীড়া, পরিবেশ, জঞ্জাল অপসারণ সব বিভাগেই বাজেটে জোর দিয়েছেন মেয়র গৌতম দেব। মেয়র জানান, পূর্ত বিভাগে আমাদের কাজ বেড়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগে। পলিক্লিনিক করা হবে, মাতৃসদনে একটি ইউএসজি মেশিন বসানো হবে। বরাদ্দ বেড়েছে ক্রীড়া ক্ষেত্রেও।কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন সহ ইন্ডোর স্টেডিয়াম সংস্কার করা হবে। একটা ফুটবল ও টেবিল টেনিস অ্যাকাডেমি বানানো হবে বলেও জানিয়েছেন মেয়র।