শিলিগুড়ি,২৯ জানুয়ারিঃ লজিক্যাল ডিসক্রেপেন্সির নোটিশ পেয়ে শুনানিতে হাজির হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুনীল চন্দ্র তির্কি। এদিন নকশালবাড়ি বিডিও অফিসে এসে শুনানিতে হাজির হন তিনি। ২০০২ সালে নাম নেই ফাঁসিদেওয়ার প্রাক্তন বিধায়কের। তবে ২০০২ সালের ভোটার তালিকায় তার বাবা অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ঈশ্বর চন্দ্র তির্কির নাম থাকলেও ভোটারের বয়সের ৫০ বছরের বেশি তাই লজিক্যাল ডিসক্রেপেন্সির কারণ দেখিয়ে এই নোটিশ দেওয়া হয়েছে মত বিএলও এর।
সুনীল তির্কি বলেন, নোটিশ দেওয়া মানে কেস নয়। যতবার ডাকা হয়েছে ততবারই এসেছি। আমি ভোটার তাই ডাকা হয়েছে। আইন মেনেই এসেছি।
