শিলিগুড়ি,২৫ এপ্রিল: সুকনার কাছে লাইনচ্যুত হয়ে উল্টে গেল টয়ট্রেনের ইঞ্জিন।যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে সুকনার পেরিয়ে কিছুটা দূর যেতেই আচমকা লাইনচ্যুত হয়ে উল্টে যায় টয়ট্রেনের ইঞ্জিনটি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ কর্তারা। ক্রেনের সাহায্যে টয় ট্রেনের ইঞ্জিনটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
রেল সূত্রে, খবর ওই ইঞ্জিনে থাকা চালক এবং সহকারী চালক দুজনই সুস্থ রয়েছেন।