শিলিগুড়ি,২২ জানুয়ারিঃ বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে ২৪ ঘণ্টার অনশনে বসলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।আজ সকাল ৮টা থেকে শিলিগুড়ির হাতি মোড়ে এই অনশন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ তারিখ সকাল ৮টা পর্যন্ত।
বিধায়কের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা রাজ্য সরকার ও জেলা প্রশাসনের তরফে আটকে রাখা হয়েছে, যার ফলে এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে।
এর প্রতিবাদেই তিনি শান্তিপূর্ণভাবে অনশনে বসেছেন বলে জানান শংকর ঘোষ।অনশন মঞ্চে উপস্থিত রয়েছেন বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থকেরা।
