রাজগঞ্জ, ৯ ডিসেম্বরঃ সোলার চালিত পানীয় জলের ট্যাঙ্ক বন্ধ হওয়ার জেরে জল সংকটে আমবাড়ি মহামায়া কলোনির বাসিন্দারা।
গ্রামের জলের সমস্যা মেটাতে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমবাড়ি মহামায়া কলোনিতে কয়েক মাস আগে বসানো হয়েছিল সোলার চালিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক। বর্তমানে সেই সোলার চালিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, প্রথম কিছুদিন নিয়মিত ও ভালো মানের জল পাওয়া গেলেও হঠাৎ করেই কয়েকদিন ধরে ট্যাঙ্কটি বন্ধ রয়েছে। ফলে ফের আগের মতো জল সংকটে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। বিশুদ্ধ পানীয় জলের এই ট্যাঙ্ক চালু হওয়ায় গ্রামের বহু মানুষ উপকৃত হয়েছিলেন এবং দৈনন্দিন জল সমস্যার অনেকটাই সমাধান হয়েছিল বলে জানান গ্রামবাসীরা।
বাসিন্দারা বলেন, গ্রামের জলের সমস্যা মেটাতে গ্রাম পঞ্চায়েত যে উদ্যোগ নিয়েছিল, তাতে আমরা খুব উপকৃত হয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই ট্যাঙ্কটি বন্ধ হয়ে যাওয়ায় এখন পানীয় জলের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে।
গ্রামবাসীদের দাবি, সোলার চালিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কটি দ্রুত চালু করা হোক। যাতে এলাকাবাসী এই জল কষ্ট থেকে মুক্তি পান।
